• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে টুইটারের তিনটি অফিসের মধ্যে দুটিই বন্ধ করে দিলেন মাস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৪:০২ পিএম
ভারতে টুইটারের তিনটি অফিসের মধ্যে দুটিই বন্ধ করে দিলেন মাস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকেই ব্যয় সংকোচনের পথে হাঁটছেন ইলন মাস্ক। কর্মী ছাঁটাই থেকে শুরু করে অফিস বন্ধের মতো পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার ভারতের টুইটার অফিস বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি।

ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে টুইটারের অফিস রয়েছে। এর মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের অফিস বন্ধ করে দেওয়া হবে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ দুটি অফিস বন্ধ করে সেখানকার কর্মীদের আপাতত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস দুটি বন্ধ করার সিদ্ধান্তে অনেক কর্মীই চাকরি হারানোর আশঙ্কা করছেন।

টুইটার সূত্রের খবর, আপাতত বেঙ্গালুরুর অফিসেই যাবতীয় কাজ চলবে। ভারতে টুইটারের প্রযুক্তিগত দিকটি মূলত এই অফিস থেকেই পরিচালিত হয়। বেঙ্গালুরুর অফিসে কাজ করেন সংস্থার প্রযুক্তিকৌশলীরা। টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য মাস্ক জানিয়েছিলেন সংস্থার আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন করে যাবে সংস্থা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই ২০২২ সাল পর্যন্ত ভারতে মোট কর্মীসংখ্যার ৯০ শতাংশকে ছাঁটাই করেছে টুইটার।

Link copied!