• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৮:৫৩ পিএম
বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

সারা দেশে পরীক্ষামূলকভাবে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় ইন্টারনেট চালু হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিটিসিএল ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানান। 
আর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানান তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচ দিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলি নিয়ে প্রতিমন্ত্রী বলেন,  ‘আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের জেরে টানা প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকে। এতে নাগরিক জীবনের বিভিন্ন দিকে সমস্যা হওয়া ছাড়াও বড় ক্ষতির মুখে পড়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত।

Link copied!