যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দূরবর্তী এক গ্রহে সম্ভাব্য প্রাণের চিহ্নের প্রমাণ আবিষ্কার করেছে বলে ধারনা করা হচ্ছে।
এটি ডাইমিথাইল সালফাইড (ডিএমএস) নামক একটি অণু সনাক্ত করতে পেরেছে। যা পৃথিবীতে শুধুমাত্র প্রাণের দ্বারা উত্পাদিত হয়।
গবেষকরা জানান, ১২০ আলোকবর্ষ দূরের গ্রহে সনাক্ত করা এই প্রাণের চিহ্ন তেমন ‘শক্তিশালী নয়’। এর উপস্থিতি নিশ্চিত করার জন্য আরও তথ্যের প্রয়োজন।
উল্লেখ্য, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। আলোর বেগ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার।
গবেষকরা গ্রহটির বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করেছেন। এই গ্যাসগুলো থাকার অর্থ হতে পারে কে২-১৮বি নামক গ্রহটিতে একটি মহাসাগর রয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিক্কু মধুসূধন এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বিবিসি নিউজকে জানান, ফল দেখে তার পুরো দল ‘চমকে গেছে’।
তিনি বলেন, “পৃথিবীতে, ডিএমএস শুধুমাত্র প্রাণের দ্বারা উত্পাদিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ডিএমএসের বেশিরভাগ অংশই সামুদ্রিক পরিবেশে ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে নির্গত হয়।”
বিবিসি