• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জর্জিয়ায় ১৮ লক্ষ বছর আগের মানুষের দাঁত উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:৩৪ পিএম
জর্জিয়ায় ১৮ লক্ষ বছর আগের মানুষের দাঁত উদ্ধার

১৮ লক্ষ বছর বছর পুরনো একটি মানুষের দাঁত খুঁজে পেয়েছেন জর্জিয়ার প্রত্নতাত্ত্বিকরা।

ধারণা করা হচ্ছে এটি আদিম যুগের মানুষের প্রাথমিক প্রজাতির দেহাবশেষ। জর্জিয়ার জাতীয় প্রত্নতত্ত্ব ও প্রাগৈতিহাসিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবিলিসির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রামের কাছে দাঁতটি আবিষ্কার করেছে তারা।

বিজ্ঞানীরা বলছেন, এই অঞ্চলটি ইউরোপের প্রাচীনতম প্রাগৈতিহাসিক মানব বসতিগুলোর একটি।

অরোজমানি প্রত্নতাত্ত্বিক সৌধের কাছে এর আগেও পাথরের হাতিয়ার ও আদিম যুগের বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে। তবে মানুষের আদিম প্রজাতি হোমো ইরেকটাসের দেহাবশেষ এই প্রথম পাওয়া গেল।

১৯৯০ এর শেষ দশকে ও ২০০০ এর প্রথম দশকে অরোজমানি শহরের পার্শ্ববর্তী ডিমানিসিতে ১৮ লক্ষ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল। আবিষ্কারগুলো ছিল আফ্রিকার বাইরে বিশ্বের প্রাচীনতম মানুষের দেহাবশেষ।

এসব নিদর্শন মানবজাতির প্রাথমিক বিবর্তন ও অভিবাসন সম্পর্কে তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Link copied!