১৮ লক্ষ বছর বছর পুরনো একটি মানুষের দাঁত খুঁজে পেয়েছেন জর্জিয়ার প্রত্নতাত্ত্বিকরা।
ধারণা করা হচ্ছে এটি আদিম যুগের মানুষের প্রাথমিক প্রজাতির দেহাবশেষ। জর্জিয়ার জাতীয় প্রত্নতত্ত্ব ও প্রাগৈতিহাসিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবিলিসির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রামের কাছে দাঁতটি আবিষ্কার করেছে তারা।
বিজ্ঞানীরা বলছেন, এই অঞ্চলটি ইউরোপের প্রাচীনতম প্রাগৈতিহাসিক মানব বসতিগুলোর একটি।
অরোজমানি প্রত্নতাত্ত্বিক সৌধের কাছে এর আগেও পাথরের হাতিয়ার ও আদিম যুগের বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে। তবে মানুষের আদিম প্রজাতি হোমো ইরেকটাসের দেহাবশেষ এই প্রথম পাওয়া গেল।
১৯৯০ এর শেষ দশকে ও ২০০০ এর প্রথম দশকে অরোজমানি শহরের পার্শ্ববর্তী ডিমানিসিতে ১৮ লক্ষ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল। আবিষ্কারগুলো ছিল আফ্রিকার বাইরে বিশ্বের প্রাচীনতম মানুষের দেহাবশেষ।
এসব নিদর্শন মানবজাতির প্রাথমিক বিবর্তন ও অভিবাসন সম্পর্কে তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।