• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে যা যা থাকছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০২:৩১ পিএম
হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে যা যা থাকছে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এতে বিশেষ জোর দেওয়া হয়েছে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তার ওপর। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, এখন থেকে সামনাসামনি কথোপকথনের অভিজ্ঞতা দেবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ।

নতুন আপডেটে ব্যবহারকারীদের বার্তা, ছবি, ভিডিও, ও কথোপকথনের সংরক্ষিত তথ্যের সুরক্ষাও বাড়ানো হচ্ছে। ম্যাসেজ পড়ার পর ওপর প্রান্তের পাঠক যেন স্ক্রিনশট তুলতে না পরেন সেটিও নিশ্চিত করবে হোয়াটসঅ্যাপ।

এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা চাইলে কাউকে না জানিয়েই গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে যেতে পারবেন। এর আগে গ্রুপ চ্যাট থেকে কেউ চলে গেলে সেই নোটিফিকেশন দেখতে পেতেন বাকি সব সদস্যরা। যা অনেকক্ষেত্রে উভয়পক্ষের জন্যেই বিব্রতকর ছিল।

তবে নতুন আপডেটে ব্যবহারকারীরা কাউকে না জানিয়েই গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনকে হোয়াটসঅ্যাপ এই তথ্য জানাবে।

আর অনলাইনে থাকলে অন্য কেউ টের পাবে কি না সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। কেউ চাইলে শুধুমাত্র তার পছন্দের মানুষ বা পরিচিতরাই অনলাইনে আসলে তাকে দেখতে পাবেন।

Link copied!