• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

স্বাধীনতার ৭৫ বছরে ৭৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৭:৪৫ পিএম
স্বাধীনতার ৭৫ বছরে ৭৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত

ইন্টারনেটকে শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। ভারতের স্বাধীনতা লাভের ৭৫তম বর্ষপূর্তিতে একসঙ্গে ৭৫টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে দেশটির শিক্ষার্থীরা।

পৃথিবীর কক্ষপথে স্থাপনের পর এসব স্যাটেলাইট ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে আরও দ্রুত গতির ও নিরবিচ্ছিন্ন করে তুলবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সুবিধা পৌঁছে দিতে কাজ করবে এসব স্যাটেলাইট।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বুধবার এসব তথ্য জানায়। স্যাটেলাইট উৎক্ষেপণের এই অভিযানের নাম ইউনিটিস্যাট।

৭৫টি কৃত্রিম উপগ্রহই তৈরি হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে। এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এক হাজার ভারতীয় ছাত্রছাত্রী।

অভিযানটি যৌথ ভাবে পরিচালনা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ও ইন্ডিয়ান টেকনোলজি কংগ্রেস অ্যাসোসিয়েশন (আইটিসিএ)।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, কানপুর ও মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিসহ আরও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত আছে।

Link copied!