ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ান মহাকাশ সংস্থার (রোসকসমস) সঙ্গে মঙ্গল গ্রহ অভিযান স্থগিত করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। রুশ অভিযান শুরুর পর থেকে ইএসএ ও রোসকসমসের মঙ্গল অভিযান একরকম থমকে গেছে। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা এলো।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ইএসএর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইএসএ জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জনগণের মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে তারা মর্মাহত। মহাকাশে বৈজ্ঞানিক অভিযানের গুরুত্ব রয়েছে। কিন্তু রাশিয়ার ওপর ইএসএর সদস্য দেশগুলোর নিষেধাজ্ঞা সমর্থন করছে। তাই যৌথ অভিযান স্থগিত করা হলো।
রুশ মহাকাশ সংস্থার প্রধান দিমিত্রি রোগোজিন বলেন, “মহাকাশপ্রেমীদের জন্য এটি খুবই বাজে সিদ্ধান্ত।”
রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই অভিযানের নাম এক্সোমার্স, যা ২০২৪ সালে মঙ্গল গ্রহে যৌথ অভিযান পরিচালনার জন্য কাজ করছিল। এ নিয়ে চলতি সপ্তাহে ফ্রান্সে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাশিয়ার সঙ্গে অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।