• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়াতে পণ্য বিক্রি করবে না স্যামসাং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৬:১২ পিএম
রাশিয়াতে পণ্য বিক্রি করবে না স্যামসাং

ইউক্রেনে হামলার জেরে বিশ্বের অনেক দেশই অবস্থান নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এমনকি অনেক ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানেরও নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া।

এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানিও রাশিয়ায় তাদের সমস্ত পণ্যের চালান স্থগিত করছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এসব তথ্য জানা গেছে।

বেসরকারি সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, রাশিয়ায় স্মার্টফোনের প্রধান বিক্রেতা স্যামসাং। প্রায় ৩০ শতাংশ শেয়ারই তাদের দখলে রয়েছে।

পরের অবস্থানে রয়েছে শাওমি। স্মার্টফোনের বাজারে তাদের শেয়ার ২৩ শতাংশ।

এর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলও ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন প্রকাশ করে রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করে দেয়।

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সামসাং রাশিয়াতে মূলত সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রি করে থাকে।

বৈশ্বিক ব্যাংকিং বিধিনিষেধের কারণেও রাশিয়ায় অনেক বাণিজ্যিক জাহাজের চালান ও বিমানের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার জানায়, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের মোবাইল ফোন ও অটোমোবাইলসহ অন্যান্য ভোগ্যপণ্য রপ্তানি দ্বারা প্রভাবিত হবে না। তবে এমন ঘোষণার পরও তারা রাশিয়াতে রপ্তানি বন্ধ করার উদ্যোগ নিতে শুরু করেছে।

Link copied!