• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

যা যা থাকছে ‘উইন্ডোজ ১১’তে  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:১১ এএম
যা যা থাকছে ‘উইন্ডোজ ১১’তে  

শিগগিরই বাজারে আসছে ‘উইন্ডোজ ১১’। সম্প্রতি নতুন উইন্ডোজের ৩০ সেকেন্ডের একটি প্রমো ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়েন্ট মাইক্রোসফট।

মাইক্রোসফটের উইন্ডোজ দলের প্রধান পানোস পানয় জানান, ‘উইন্ডোজ ১১’তে নতুন নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে। নকশাও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। যা আগের উইন্ডোজগুলো থেকে অনেকটাই উন্নত হবে। পাশাপাশি ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন উইন্ডোজের ইউজার ইন্টারফেস অনেকটাই সহজ-সরল করা হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক নতুন ‘উইন্ডোজ ১১’তে কী কী পরিবর্তন আনা হয়েছে এবং নতুন কী ফিচার যোগ করা হয়েছে।

‘উইন্ডোজ ১১’তে সবচেয়ে বড় যে সুবিধা রাখা হয়েছে, তা হলো এটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড অ্যাপ সাপোর্টেড। অর্থাৎ, ব্যবহারকারীরা ‘উইন্ডোজ ১১’তেই মোবাইলের মতো অ্যান্ড্রোয়েড অ্যাপ ব্যবহার করতে পারবেন। এ জন্য মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ‘ইনটেল ব্রিজ’ নামের একটি প্রোগ্রাম ব্যবহার করবে। এই প্রোগ্রাম ইন্টেলের তৈরি হলেও অন্যান্য প্রসেসরের কম্পিউটারেও এই অপারেটিং সিস্টেম কাজ করবে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টেল ও মাইক্রোসফট দুই কোম্পানিই।

এমনকি ব্যবহারকারীদের এই সুবিধা করে দিতে মাইক্রোসফট অ্যামাজনের অ্যাপস্টোরের সঙ্গে চুক্তিবদ্ধ হবে বলে জানা গেছে। ফলে টিকটক বা ইনস্টাগ্রামের মতো অ্যান্ড্রোয়েড অ্যাপ পাওয়া যাবে মাইক্রোসফটের স্টোরেই। তবে এ জন্য অ্যামাজনে অ্যাকাউন্ট থাকতে হবে ব্যবহারকারীদের। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের কম্পিউটারে স্মার্টফোন অ্যাপ নামিয়ে নিতে হবে। তবে সেগুলো উইন্ডোজ অ্যাপের মতোই কাজ করবে।

‘উইন্ডোজ ১১’ এর আরেকটি বড় সুবিধা হলো ‘উইন্ডোজ ১০’ ব্যবহারকারীরা বিনামূলে নতুন উইন্ডোজ ব্যবহার করতে পারবেন। এর জন্য তাদের টাকা দিয়ে কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না। শুধু ব্যবহারকৃত কম্পিউটারে নূন্যতম কনফিগারেশন থাকলেই নতুন উইন্ডোজটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। এ জন্য অবশ্যই ব্যবহারকারীকে তাদের কম্পিউটারের উইন্ডোজ আপডেট অপশন চালু রাখতে হবে।

‘উইন্ডোজ ১১’ ব্যবহার করার জন্য ব্যবহারীর কম্পিউটারটিতে অবশ্যই ৬৪ বিট অপারেটিং সিস্টেম সমর্থন থাকতে হবে। এছাড়া র‌্যাম হতে হবে অন্তত ৪ গিগাবাইট এবং হার্ডডিস্কে জায়গা ফাঁকা থাকতে হবে ৬৪ জিবি।

এতো ছিল ‘উইন্ডোজ ১১’র সুবিধা। এবার জেনে নেওয়া যাক এর পরিবর্তনগুলো। নতুন উইন্ডোজের আউটলুকেই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে স্টার্ট মেনুতে। পুরো স্টার্ট মেনুই নতুন করে সাজানো হয়েছে।

বর্তমানে মাইক্রোসফটের যতগুলো উইন্ডোজ আছে, সবগুলোর স্টার্ট মেনু নিচের বাম পাশের কোনায় অবস্থিত। তবে নতুন ‘উইন্ডোজ ১১’তে স্টার্ট মেনু রাখা হয়েছে টাস্কবারের মাঝ বরাবর। যার নকশা করা হয়েছে অ্যাপেলের ম্যাকওএসের আদলে।

‘উইন্ডোজ ১০’ এর সঙ্গে ‘উইন্ডোজ ১১’র স্টার্ট মেনুর আরেকটি বড় পার্থক্য হলো লাইভ টাইলসে। ‘উইন্ডোজ ১০’ এর স্টার্ট মেনুতে প্রবেশ করলে লাইভ টাইলস পাওয়া যায়। কিন্তু নতুন ‘উইন্ডোজ ১১’তে সেটি থাকছে না। বরং এর পরিবর্তে থাকছে অ্যাপ বা সফটওয়্যারের তালিকা। যেটা অনেকটাই সাদাসিধে। পাশাপাশি থাকবে সাম্প্রতিক ডকুমেন্টের লিস্ট এবং কিছু খোঁজার জন্য সার্চ অপশন।

‘উইন্ডোজ ১১’র টাস্কবারে স্টার্ট মেনু ছাড়াও থাকছে মাইক্রোসফটের ভিডিও কনফারেন্স সফটওয়্যার মাইক্রোসফট টিমস। যা টাস্কবারে সরাসরি দেওয়া থাকবে। যাতে ব্যবহারকারীরা সহজেই নিজের পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটিকে মাইক্রোসফটের স্কাইপ থেকে সরে আসার একটি চেষ্টাও বলা যেতে পারে।

মাইক্রোসফটের নতুন উইন্ডোজে যুক্ত করা হয়েছে ডার্ক এবং লাইট মুড। যা এর আউটলুককে করবে আরো দৃষ্টিনন্দন। ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমতো মুড ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকবে ‘স্ন্যাপ লেআউট’ সুবিধা। তবে এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে তা এখনো পরিষ্কার নয়।

মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজে গেমিংয়ের দিকে বেশ নজর দিয়েছে। ‘উইন্ডোজ ১১’তে থাকবে শতাধিক গেম খেলার সুবিধা। এজন্য মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজে এইচডিআর নামের একটি ফিচার যুক্ত করেছে। যা গেমের গ্রাফিকসকে করবে আরো উন্নত। তবে এই গেম খেলার জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

ঠিক কবে নাগাদ ‘উইন্ডোজ ১১’ বাজারে আসবে তা এখনো জানায়নি মাইক্রোসফট। তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি আশা করছে আসছে বড়দিনের ছুটি থেকে ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ কম্পিউটারগুলোতে ‘উইন্ডোজ ১১’ আপডেট দেওয়া শুরু করবে।

এর আগে প্রায় ছয় বছর আগে ‘উইন্ডোজ ১০’ বাজারে এনেছিল মাইক্রোসফট। তখন এক বিবৃতিতে প্রযুক্তি কোম্পানিটি ঘোষণা দিয়েছিল আর নতুন কোনো উইন্ডোজ আনবে না তারা। প্রতিনিয়ত ‘উইন্ডোজ ১০’কে আপডেট করা হবে। তবে অচিরেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন উইন্ডোজ তৈরিতে মনোযোগ দেয় মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় ‘উইন্ডোজ ১১’ বাজারে আনার ঘোষণা দিল এই মার্কিন টেক জায়েন্ট।

Link copied!