• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহাকাশ স্টেশন বানাতে ফের চীনের অভিযান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২২, ০১:৫২ পিএম
মহাকাশ স্টেশন বানাতে ফের চীনের অভিযান

নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে ফের অভিযান শুরু করতে যাচ্ছে চীন। অসমাপ্ত স্টেশনের কাজ শেষ করতে উৎক্ষেপণ করা হচ্ছে মহাকাশযান। এই যানে আগামী রোববার যাত্রা করবেন তিন মহাকাশচারী।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা শনিবার এক সংবাদ সম্মেলনে জানায়, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। উত্তর-পূর্বাঞ্চলীয় গানঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হবে। তিন মহাকাশচারীকে অসমাপ্ত চীনা মহাকাশ স্টেশনের মূল মডিউলে নিয়ে যাবে মহাকাশযান। সেখানে তারা ছয় মাস থাকবেন। স্টেশনে নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবেন তারা।

অভিযানে মিশন কমান্ডার জেন ডংয়ের সঙ্গে থাকবেন লিউ ইয়াং এবং চাই জুঝে। তারা শেনঝো নামের একটি মহাকাশযানে রওনা দেবেন। চীনা ভাষায় এর অর্থ ‘স্বর্গীয় জাহাজ’।

এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে চায় চীন। এ জন্য মোট ১১টি মানুষবাহী অভিযান পরিচালনা করতে হবে। শেনঝু-১৪ হতে যাচ্ছে সপ্তম অভিযান। মহাকাশ সংস্থার কর্মকর্তা লিন জিকিয়াং বলেন, ‘উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি মূলত শেষ হয়েছে।’

২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিহানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিহানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার হবে। বাকি দুটি মডিউল জুলাই ও অক্টোবরে মহাকাশে পাঠানো হবে।

মহাকাশ স্টেশনটির পরিকল্পিত আয়ু এক দশক। এর ভার ১৮০ টন, যা রাশিয়ার ডিকমিশনড মির থেকে সামান্য ভারী হবে। ভরের দিক থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রায় ২০ শতাংশ হবে চীনের স্টেশন।

Link copied!