• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মেটার ভার্চ্যুয়াল জগতে শিশুদের নিয়ন্ত্রণ করবে অভিভাবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৭:৫৯ পিএম
মেটার ভার্চ্যুয়াল জগতে শিশুদের নিয়ন্ত্রণ করবে অভিভাবক

ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার ভার্চ্যুয়াল রিয়্যালিটিতে (ভিআর) বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। এর জন্য নতুন টুল যুক্ত করা হয়েছে এই প্রযুক্তিতে।

গেম খেলা বা অনাকাঙ্ক্ষিত যেকোন অভিজ্ঞতা থেকে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই টুল। শনিবার (১৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মেটার নতুন কোয়েস্ট হেডসেটে অভিভাবকদের জন্য অকুলাস ড্যাশবোর্ডে একটি অপশন রাখা হয়েছে। এখান থেকে বাচ্চার অ্যাকাউন্টের সঙ্গে অভিভাবকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। দুই অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হওয়ার পর সন্তান কি করছে তা নজরদারি করতে পারবেন অভিভাবক।

যদিও কোয়েস্ট হেডসেটের নীতিমালা অনুযায়ী এর ব্যবহারকারীদের ন্যূনতম বয়স ১৩ বছরের বেশি হতে হবে। আর অকুলাসের নিয়ম অনুযায়ী অভিভাবক চাইলে যেকোন অ্যাপ বন্ধ করে দিতে পারবেন। এছাড়া কোয়েস্ট স্টোর থেকে শিশুদের অ্যাপ ডাউনলোড করাও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা।

সেক্ষেত্রে সন্তান ভিআর-এ কোন কিছু কিনলেও তার নোটিফিকেশন পাবেন অভিভাবক। সন্তান কতক্ষণ ভিআরে কাটিয়েছে তা দেখতে পারবেন এবং তার সন্তানের ফ্রেন্ডলিস্টও দেখতে পারবেন।

আপাতত এই ফিচার চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। আগামী মাসে এটি বিশ্বব্যাপী চালু হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!