• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবার সূর্যের বলয়ে নাসার মহাকাশযান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৭:৫২ পিএম
প্রথমবার সূর্যের বলয়ে নাসার মহাকাশযান

সূর্যের বলয়ে প্রবেশ করল নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। মঙ্গলবার মার্কিন সংস্থা আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বিজ্ঞানীরা আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানান।

বার্তা সংস্থা এপি জানায়, ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা করে সৌরযানটি। মঙ্গলবার এটি ‘করোনা’ নামে পরিচিত সূর্যের অনাবিষ্কৃত সৌর বায়ুমণ্ডল স্পর্শ করে।

মঙ্গলবার নাসার বিজ্ঞানীরা জানান, সূর্যের এত কাছে এর আগে পৌঁছাতে পারেনি আর কোনো নভোযান। সূর্যের বলয়ের মধ্যে ঢুকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে পার্কার।

প্রবল উত্তপ্ত সূর্যের করোনা বলয়ের তাপমাত্রা প্রায় ২০ লক্ষ কেলভিন বা ১৯ লাখ ৯৯ হাজার ৭২৬ দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেই সেকেন্ডে একশ কিলোমিটার বেগে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পার্কার।

এপ্রিল মাসে পার্কার প্রথমবার এই বলয়ের কাছে পৌঁছায়। এরই মধ্যে পার্কারের পাঠানো তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

এরই মধ্যে অন্তত তিনবার সূর্যের বলয়ের মধ্যে প্রবেশ করেছে পার্কার। এই অভিযানে মোট দশবার এটি সূর্যের বলয়ে প্রবেশ করবে। ২০২৫ সাল পর্যন্ত চলবে এই অভিযান।

Link copied!