• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদে চীনের আবিষ্কৃত রহস্যময় বস্তুটি আসলে পাথর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০২:৫১ পিএম
চাঁদে চীনের আবিষ্কৃত রহস্যময় বস্তুটি আসলে পাথর

গত নভেম্বরে, চাঁদের এক অদ্ভুত বস্তুর খোঁজ পায় চীনের ইউটু-২ রোভার। দূর থেকে তোলা অস্পষ্ট ছবিতে চাঁদের পৃষ্ঠে থাকা বস্তুটি একটি ঘনকের মতো দেখাচ্ছিল।

চীনের মহাকাশ কর্তৃপক্ষ এটিকে “রহস্য কুঁড়েঘর” বলে অভিহিত করে। যদিও অন্যরা একে এত দিন “মুন কিউব” বলে উল্লেখ করছিল।

অনেকেই দাবি করেন, এটি মহাজাগতিক প্রাণীদের তৈরি কোনো অবকাঠামো। ফলে চাঁদে প্রাণের অস্তিত্বের প্রশ্নও সামনে চলে আসে।

এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার পর ইউটু-২-কে বস্তুটি আরও কাছ থেকে দেখতে পাঠান চীনের বিজ্ঞানীরা। কয়েক সপ্তাহ পর চাঁদের সেই গহ্বরের কাছে পৌঁছাতে সক্ষম হয় রোভারটি।

এরপর সেই রহস্যময় বস্তুর কাছ থেকে ছবি তুলে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠায় ইউটু-২, যা দেখে বোকা বনে যান সবাই।

কুঁড়েঘরসদৃশ সেই বস্তুটি ছিল স্রেফ একটি পাথর। দূর থেকে ছবি তোলার কারণে আলো-ছায়ার খেলায় সেটি কুঁড়েঘরের মতোই দেখাচ্ছিল। নিউইয়র্ক টাইমস জানায়, রহস্যময় বস্তুটি মোটেও কুঁড়েঘর ছিল না, এটি ছিল স্রেফ খরগোশের আকৃতির একটি পাথর।

চাং’ই-৪ অভিযানের অংশ হিসেবে ভন কারমান গহ্বরে তিন বছর ধরে গবেষণা চালাচ্ছে চীনের রোভারটি। এখন পর্যন্ত ১ হাজার মিটারের বেশি এলাকা ঘুরে দেখেছে ইউটু-২।

Link copied!