• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

গুগল অ্যাপে মুছা যাবে শেষ ১৫ মিনিটের ইতিহাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৬:৪৬ পিএম
গুগল অ্যাপে মুছা যাবে শেষ ১৫ মিনিটের ইতিহাস

সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপে শেষ ১৫ মিনিটের ইতিহাস মুছে ফেলার জন্য নতুন একটি ফিচার চালু হতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামীতে এই আপডেট আসবে বলা হলেও ইতোমধ্যেই অনেকে ফিচারটি ব্যবহার করতে পারছেন। সবার আগে এটি নিশ্চিত করেন এক্সডিএ ডেভেলপার্সের প্রধান সম্পাদক মিশাল রহমান।

এছাড়াও অপশনটি বেশ কিছু ফোনে দেখা যাচ্ছে বলেও নিশ্চিত হয়েছে ভার্জ। গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করলেই “ডিলেট লাস্ট ১৫ মিনিট” – নামের এই অপশনটি দেখা যাবে।

দ্য ভার্জকে দেওয়া সাক্ষাৎকারে গুগলের মুখপাত্র নেড অ্যাড্রিআন্স বলেন, আমরা মূলত গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যে একটি ফিচার আনতে যাচ্ছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি অন্যান্য প্ল্যাটফর্মেও চলে আসবে।”

গত বছর মে মাসে এই ফিচারটির ঘোষণা দিলেও একটু দেরি করেই এটি উন্মুক্ত হচ্ছে। গুগল জানিয়েছিল, গত বছর শেষ নাগাদ ফিচারটি উন্মুক্ত হবে।

তবে এই ফিচারটি ডেস্কটপ অ্যাপে কবে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি গুগল। যদিও গুগলে ৩, ১৮ এবং ৩৬ মাসের ব্যবহারের ইতিহাস মুছে ফেলা ফিচারটি আগে থেকেই রয়েছে।

 

Link copied!