ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে ভুয়া খবর প্রচারের অভিযোগ তুলে কঠোর হয়েছে রাশিয়া।
শনিবার ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে মস্কো। এছাড়াও রাশিয়ায় তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্যেও আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।
বিবিসি জানায়, রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে। এবার ইনস্টাগ্রাম ব্যবহারের ওপরও বিধিনেষেধ আরোপ করতে যাচ্ছে দেশটি – এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
মূলত সামাজিক মাধ্যমগুলোতে রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর অভিযোগে তুলে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। তবে এর আগে মেটা জানায় তারা সহিংস বক্তব্য বন্ধ করতে তাদের নীতিতে পরিবর্তন আনছে।