• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ভোরের আকাশে একসঙ্গে দেখা দেবে চার গ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১০:৫৭ এএম
ভোরের আকাশে একসঙ্গে দেখা দেবে চার গ্রহ

নক্ষত্রপ্রেমীদের জন্য এই সপ্তাহে অপেক্ষা করছে অনেক বড় একটি চমক। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভোরের আকাশে দেখা দিতে পারে বৃহস্পতি, শুক্র, শনি ও মঙ্গল গ্রহ।

মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, ভোরের আলো ফোটার আগে চাঁদের পাশে একটি তির্যক রেখায় দৃশ্যমান হবে এই চার গ্রহ।

অনেক দেশেই পূর্ব-দক্ষিণ আকাশে এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। সাধারণ তারকা বা নক্ষত্রগুলো থেকে এই গ্রহগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে হবে তাদের উজ্জ্বলতা দেখে। আকাশে থাকা চার গ্রহের মধ্যে বৃহস্পতি থাকবে বাঁ দিকে ও সবার নিচে। তার পরেই থাকবে শুক্র, মঙ্গল ও শনি। 

এভাবেই একই রেখা বরাবর বাঁ থেকে ডান দিকে অবাস্থান করবে তারা। গ্রহগুলো চিহ্নিত করার জন্য স্মার্টফোনে স্টেলারিয়ামের মতো বিভিন্ন অ্যাপও ব্যবহার করা যেতে পারে। 

এছাড়া পঞ্চম আরেকটি গ্রহও রাতের দেখা যাবে আকাশে। তবে এটি একই সময়ে দৃশ্যমান হবে না। এপ্রিলের শেষ ভাগে সন্ধ্যার আকাশে দেখা যেতে পারে বুধ গ্রহকে। তবে বাকিরা সকাল হওয়ার আগেই আগেই অস্ত যাবে।

২০১৬ সালের পর এই প্রথমবার গ্রহগুলো একসঙ্গে স্পষ্টভাবে দৃশ্যমান হতে যাচ্ছে। আকাশে চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে এপ্রিলের শেষের দিকে প্রতিদিন আবির্ভূত হবে এই নক্ষত্ররাজি। 

২৫ এপ্রিল শনি, পরের রাতে মঙ্গল ও ২৭ এপ্রিল বৃহস্পতি ও শুক্র উভয়েরই অবস্থান স্পষ্ট হবে। ধীরে ধীরে শুক্র ও বৃহস্পতি একে অপরের কাছে আসতে থাকবে। ৩০ এপ্রিল ভোরের আকাশে পাশাপাশি দেখা দেবে চার গ্রহ।

Link copied!