• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ভারতের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল পাবজি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:১৮ এএম
ভারতের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেল পাবজি 

২০২০ সালে গালওয়ানে ভারত-চীনের সেনাবাহিনীর সংঘর্ষে পরই দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনা নিহতের জেরে শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। 

নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে জনপ্রিয় মোবাইল ভিডিও গেমস প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ডও (পাবজি) অন্তর্ভুক্ত ছিল। তবে সম্প্রতি এই গেমসটি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরেছে গুগল প্লে স্টোরে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজ জানায়, গত কয়েকদিন ধরেই ভারতে ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপটি। পাবজি গেম ডেভলপার্সদের একটি বিবৃতিতে জানানো হয়, পাবজির মোবাইল বেটা ভার্সন এখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। শীঘ্রই এর নতুন সংস্করণ পাওয়া যাবে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ক্র্যাফটনের সঙ্গে মিলে চীনা টেনসেন্ট এই পাবজি গেইমটি তৈরি করে। আর সেকারণেই এটিকে ভারতের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

তবে ভারত সরকার জানায়, দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি নতুন করে গেইমটি তৈরি করেছে। চীনের সংস্থা টেনসেন্টের সঙ্গে তাদের এখন আর কোনও সম্পর্ক নেই। যদিও অনেকে এই তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!