• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভাইরাল গেম ওয়ার্ডল কিনে নিল নিউইয়র্ক টাইমস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০১:৫৯ পিএম
ভাইরাল গেম ওয়ার্ডল কিনে নিল নিউইয়র্ক টাইমস

সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত অনলাইন গেম ওয়ার্ডলের মালিকানা পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বিবিসি জানায়, ক্রয়মূল্য প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে এর দাম উঠেছে কয়েক মিলিয়ন ডলার।

তুলনামূলক সহজ এই গেমটির নির্মাতা মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জোশ ওয়ার্ডল। গত অক্টোবরে মুক্তির পর এরই মধ্যে বিশ্বজুড়ে কয়েক লাখ ভক্ত জোগাড় করে ফেলেছে গেমটি।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমসের সঙ্গে চুক্তির ঘোষণা দেন ওয়ার্ডলের নির্মাতা। ওয়ার্ডল বলেন, গেমটির সাফল্যে তিনি উচ্ছ্বসিত। নিউইয়র্ক টাইমসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়েও সন্তুষ্ট তিনি। প্রাথমিকভাবে গেমটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করেছেন ওয়ার্ডল।

অনলাইনভিত্তিক এ গেমটিতে ছয়বার অনুমান করে প্রতিদিন একটি পাঁচ অক্ষরের শব্দ খুঁজে বের করতে হয়। এরপর কার অনুমান কতটা কাছাকাছি হয়েছে, তা রঙিন লেখচিত্রের মাধ্যমে ব্যবহারকারীকে পাঠিয়ে দেয় ওয়ার্ডল। এই রঙিন লেখচিত্রটি সামাজিক মাধ্যমে শেয়ার করে সবাইকে নিজের পারফরম্যান্স জানাতে পারেন গেমাররা।

Link copied!