• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

নতুন গেমিং ল্যাপটপ আনলো এসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৫৭ এএম
নতুন গেমিং ল্যাপটপ আনলো এসার

নিট্রো৫ সিরিজের নতুন গেমিং ল্যাপটপ বাজারে আনলো এসার। ৮ জিবি র‍্যাম আর ৫৭ দশমিক ৫ ডব্লিউ এইস ব্যাটারির হাই পারফরম্যান্সের ল্যাপটপ নিট্রো৫ এ এন ৫১৫-৪৪।

উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের সঙ্গে এতে আছেএ এম ডি রাইজেন ৫ ৪৬০০ এইচ প্রসেসর। আর হাই রেজুলিউশনে গেম খেলার জন্য থাকছে ১৫.৬ ইঞ্চির ১৯২০*১০৮০ মেগাপিক্সেল এফ এইচ ডি আইপিএস ডিসপ্লে। এছাড়াও আছে এনভিডিয়া জি ই ফোর্স জি টি এক্স ১৬৫০ গ্রাফিক্স কার্ড।

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে ল্যাপটপে। দীর্ঘক্ষণ কাজ করার জন্য যুক্ত করা হয়েছে ৫৭.৫ ডব্লিউ এইস ব্যাটারি । ৪৫ মিনিটের মধ্যেই এটি ৫০% চার্জ করা সম্ভব।

ফুল সাইজ কিবোর্ডের সাথে আছে একটি ৭২০ পিক্সেলের এইচডি ওয়েবক্যাম। তবে শুধুমাত্র অবসিডিয়ান ব্ল্যাক - এই একটি রঙেই পাওয়া যাবে ল্যাপটপটি। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ১ লাখ ২ হাজার টাকা।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!