আধুনিক যুগে ফেসবুকে ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সামাজিক অবস্থানের মতোই ইদানিং নিজের ফেসবুক উপস্থিতিও গুরুত্ব দিয়ে থাকেন অনেকেই।
আর তাই নিজের ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয় করে তুলতে চান সবাই। আর কে কখন নিজের প্রোফাইলে নজর রাখছেন করেছেন সেটিও জানার আগ্রহের কমতি নেই।
ফেসবুকে আপনার সর্বশেষ ছবি, স্ট্যাটাস কে দেখেছেন কিংবা কে আপনার প্রোফাইলে ঘুরে এসেছেন সেটি জানা যাবে একটি বিশেষ কৌশলে।
কয়েকটি ধাপ অনুসরণ করলেই জানা যাবে আপনার প্রোফাইল ভিজিটরের আইডি। এর জন্য শুরুতে ডেস্কটপ বা ল্যাপটপের ব্রাউজার থেকে ফেসবুকে লগ-ইন করুন।
হোম পেইজে যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে View Page Source অপশন সিলেক্ট করুন। এবার নতুন একটি নতুন ট্যাবে প্রচুর প্রোগ্রামিং কোড দেখতে পাবেন।
তবে আতঙ্কের কিছু নেই। এই কোডের মাঝেই লুকিয়ে আছে আপনার প্রোফাইলে ভ্রমণকারীর আইডি।
নতুন উইনডোতে সার্চ করতে Ctrl + F বা f3 বাটন চাপুন। এবার সার্চ অপশনে BUDDY_ID লিখে সার্চ দিন।
BUDDY_ID খুঁজে পেলে এর ডান দিকের ১৫ অংকের কোডগুলো খেয়াল করুন। এই কোডগুলোই আপনার প্রোফাইলে প্রবেশকারীদের আইডি।
এবার যেকোন একটি ১৫ ডিজিট বা তাঁর বেশি অংকের কোড কপি করে নিন। নতুন ট্যাব খুলে facebook.com সাইটে যান। এবার ফেসবুকের ওয়েবসাইট ফেসবুক ডট কমের পাশে স্ল্যাশ (/) চিহ্নের পর সেই কপি করা কোড পেস্ট করুন। এবার এন্টার বাটন চাপলেই দেখতে পাবেন আপনার প্রোফাইল ভিজিট করা ব্যক্তির প্রোফাইল।