আমাজনের প্রধান নির্বাহীর পদ ছাড়লেন বেজোস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৫৯ এএম
আমাজনের প্রধান নির্বাহীর পদ ছাড়লেন বেজোস

নির্বাহী পদ থেকে অব্যহতি নিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফেব্রুয়ারিতেই নিজের সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত ৫ জুলাই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে বেজোস জানান, ১৯৯৪ সালের এই দিনেই আমাজনের নিবন্ধন করেন তিনি। ঠিক ২৭ বছর পর তাই এই আবেগময় মুহূর্তেই প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়তে চান তিনি।

ব্লুমবার্গ জানায়, প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে ও আধুনিকায়নের জন্য প্রযুক্তিবীদ অ্যান্ডি জেসিকে স্থলাভিষিক্ত করেছেন তিনি। আপাতত কেবল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকছেন বেজোস।

এর আগে আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের ওয়েব সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যান্ডি জ্যাসি।

Link copied!