বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আবু দারদা। ছয় মাস ধরে তিনি পাকস্থলী ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ পর্যন্ত আবু দারদার চিকিৎসা খরচ বাবদ ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। আরও প্রয়োজন ১৫ লাখ টাকার। চিকিৎসার এই বিপুল ব্যয়ভার তার পরিবারের একার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তার পরিবার সকলের কাছে সহযোগিতা চেয়েছে।
আবু দারদা সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বাবা মায়ের সংসারে একমাত্র সন্তান তিনি। দারদা যখন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, তখন তার বাবার মৃত্যু হয়। এরপর তার মায়ের চেষ্টায় সরকারি গ্রাফিক্স আর্টস ইনিস্টিটিউটে পড়াশোনা শেষ করেন এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। দারদার স্বপ্ন তার মা কে তিনি অনেক সুখে রাখবেন।
আবু দারদার মা মুহাজ্জাবা খাতুন বলেন, “গত বছরের অক্টোবর মাসে আমার ছেলের পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে। এরপরে তাকে ডেলটা মেডিকেলে ভর্তি কারাই। সেখানে ডা. কারমরুজ্জামানের কাছে চিকিৎসা করাচ্ছি। তার চিকিৎসার জন্য সর্বমোট ২৮টি রেডিওথেরাপি প্রয়োজন। এছাড়াও তার ৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরও প্রয়োজন ৪টি কেমোথেরাপি দিতে হবে।”
এমন অবস্থায় চিকিৎসার জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তিনি বিশ্বাস করেন, সমাজের সকলের একটু একটু সাহায্যই পারে তার জীবন বাঁচাতে।
আর্থিক সাহায্যের জন্য যোগাযোগ (বিকাশ নম্বর)
০১৭১২৩১২৯২১ (আবু দারদার মা)
০১৭৫৭৯৪০০৩২ (আবু দারদা)
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
Account Name: MUHAZZABA KHATUN
Bank Name: ISLAMI BANK BANGLADESH
District name: Sirajgong
Branch Name: Sirajgong
Account Number: 20501490201264501
Account Name: Abu Darda
Bank Name: First Security Islami Bank
District Name: DHAKA-NORTH
Branch Name: BASHUNDHARA BRANCH
Account number: 017712600000331
Routing number: 105260558