• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন ওসাকের আত্মপ্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০২:৪৬ পিএম
খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন ওসাকের আত্মপ্রকাশ
খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে গঠিত ‘ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ’ (ওসাক)। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসে আত্মপ্রকাশ করল রাজধানী ঢাকার খিলগাঁও থানাধীন খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে গঠিত ‘ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব খিলগাঁও  মডেল কলেজ’ (ওসাক)।
বুধবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় এক অনারম্বর পরিবেশে প্রায় দুই শতাধিক সদস্যের অংশগ্রহনে কেক কাটারমাধ্যমে মুহুমুহু করতালি দিয়ে ওসাক আত্মপ্রকাশ করে। 
ওসাকের স্বপ্নদ্রষ্টা ও প্রধান উদ্যোক্তা দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার সুমন চৌধুরী বলেন, ‘ওসাক একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন। কলেজের পুরনো ছাত্রদের মাঝে মেলবন্ধন তৈরি এবং নানা সামাজিক কার্যত্ক্রম পরিচালনা করে ছাদ্র ও শিক্ষকদের উজ্জীবিত করাই এর লক্ষন।’

২৬ শে মার্চ বিকেল ৪ টা থেকে শুরু হয় ছাত্র-ছাত্রীদের আগমন। শুরুতেই তাদের ফুল দিয়ে বরণ করা হয়। বিকাল ৫:১৫ মিনিটে কলেজের প্রধান মিলনায়তনে শুরু হয় ওসাক আত্মপ্রকাশের মুল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো: চৌধুরী হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন মডেল কলেজের অধ্যক্ষ ইমাম জাফর, কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য মামুনুর রশীদ আখন্দ, বিশিষ্ট শিল্পপতি কলেজের প্রাক্তন ছাত্র মো: বদরুল আলম পল্লব, মডেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: শফিউল্লাহ ভুইয়া অনি, সাবেক ভিপি আব্দুর রাজ্জাক হাওলাদার।

ওসাকের প্রধান উদ্যোক্তা কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবদুল আলীম পান্না আহবায়ক ওসাক।

অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাবেক ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ। সদস্য সচিব ওসাক। অনুষ্ঠানের প্রধান অতিথির অনুপস্থিতে তার আসন অলংকৃত করেন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: বদরুল আলম পল্লব। অনুষ্ঠানে তার বক্তব্যে ওসাকের আত্মপ্রকাশে সাধুবাদ জানিয়ে এর আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ওসাক আহবায়ক কমিটি-

আহব্বায়ক: কাঞ্চন চৌধুরী সুমন
যুগ্ম আহব্বায়ক: হাবিবউল্লাহ ভুইয়া হাবিব
যুগ্ম আহব্বায়ক : সৈয়দ রিয়াজ
যুগ্ম আহব্বায়ক : মো: ইব্রাহিম ইমন
সাফায়াত হোসেন রিদয়
মোহাম্মদ রাসেল খান শিশির
সদস্য সচিব : মোঃ শাহজাহান বিক্রম
সদস্য : নাইমুল করিম রুমি
সদস্য : মহিউদ্দিন সোহেল
সদস্য : দিপু ভূইয়া
সদস্য : নওজেস হানিফ সুজন
সদস্য : মো: সাইফুল ইসলাম
সদস্য : মাহবুব রহমান

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!