পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে শ্রমিকদের ঈদের বাজার-সদাই দিয়েছে এক্স নটরডেমিয়ানস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (নটরডেমিয়ানরা)।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় টিসিবি ভবনের সামনে শতাধিক শ্রমিকদের এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল ৪ কেজি, ১ কেজি করে পোলাও চাল, ডাল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, তেল ১ লিটার, সেমাই ১ প্যাকেট।
এসময় ইএনডব্লিউএফের স্বেচ্ছাসেবকরা শ্রমিক ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপণ্যগুলো তুলে দেন। পাশাপাশি বাজার সদাইয়ের সঙ্গে প্রতিজনকে ঈদ উপহার হিসেবে দৃষ্টিনন্দন ফতুয়াও প্রদান করা হয়।
খাদ্যদ্রব্য বিতরণকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী ভাঙনসহ নানাবিধ কারণে জীবিকার তাগিদে ছুটে আসা শ্রমজীবী অসহায় মানুষগুলো তাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করে তাদের দুর্দিনে পাশে থাকার জন্য ইএনডব্লিউএফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তোফিকুর রহমান। এসময় তিনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক্স নটরডেমিয়ানস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ। মানবিক কাজে সবার উৎসাহ, সমর্থনসহ সমাজের উচ্চবিত্ত ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
এসময় অন্যান্য বক্তারা বলেন, “বাজারে শ্রমিকদের বেশিরভাগই নদীভাঙনসহ বিভিন্ন কারণে তাদের সব হারিয়েছেন। যারা সব হারিয়েও কাজ করে জীবিকা নির্বাহ করতে চান, তাদের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত। কারওয়ান বাজারে শ্রমজীবী মানুষগুলো সব সময় অন্যদের বাজার-সদাই বহন করেন। কিন্তু কখনো নিজের এত বাজার নিয়ে বাসায় যাওয়ার সৌভাগ্য হয় না।”
আয়োজক ইএনডব্লিউএফের প্রতিনিধিরা জানান, শ্রমজীবীদের মধ্যে শারীরিকভাবে যারা বেশি দুর্বল এবং যাদের সাহায্য প্রয়োজন, প্রতিবন্ধীসহ এমন ১০০ জনকে পূর্ব থেকে বাছাই করে সহায়তা দেওয়া হয়েছে। এসময় জনহিতকর কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষা) নটরডেমিয়ান ডা. আসিফ ইকবাল, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. মনজুরুল হাসান, নটরডেমিয়ান সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভুঁইয়া, ইএনডব্লিউএফের পক্ষে ডা. শাকিল আরিফ চৌধুরী, রিয়াজুল হক, দলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।