• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬
স্পাইস টিভি

বছরব্যাপী বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৮:০৫ পিএম
বছরব্যাপী বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ ‘ শিরোনামে সারা বছর তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড।

সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় তথ্যচিত্রের চার উপস্থাপক, সঞ্চালক, একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কথাসাহিত্যিক আনিসুল হক, শহীদ বুদ্ধিজীবী তনয়া ডা . নুজহাত চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপির সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তথ্যচিত্রে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পৌঁছতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরার পাশাপাশি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড নিয়ে তাঁর স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে।

স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচার করা হবে।

Link copied!