২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জার্মান প্রবাসী বাংলাদেশি নির্মাতা শাহীন দিল-রিয়াজের ৭টি প্রামাণ্যচিত্র ঢাকার সিনেপ্লেক্সে দেখানো হবে এবং এর পরপরই তিনি কাউন্টার ফটোর উদ্যোগে ৯ দিনের একটি কর্মশালাও করাবেন।
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া চলচ্চিত্র উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে শাহীন দিল-রিয়াজের বাঁশ বৈভব, কোরান সন্তান, শিল্প শহর স্বপ্নলোক, জীবন জলেবেলে, রাকিব খান, দেশান্তর, সোনা বা সোনা ছবিগুলো দেখানো হবে। এবারই প্রথম এই নির্মাতার এতগুলো ছবি একসাথে ঢাকার প্রেক্ষাগৃহে দেখানো হবে। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবটি শেষ হবে ২৩ জানুয়ারি।
উৎসব শেষের পর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন’ শিরোনামে একটি কর্মশালা পরিচালনা করবেন শাহীন দিল-রিয়াজ। কর্মশালার বিষয়ে বিস্তারিত জানা যাবে ০১৯১২১৪৮৬৬০ নম্বরে।
শাহীন দিল-রিয়াজ প্রামাণ্যচিত্র নির্মাতাই শুধু নন, তিনি প্রযোজনাও করেছেন। দেশে বিদেশে প্রশংসিত শাহীন দিল-রিয়াজ বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম।