• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অনলাইনে সলিমুল্লাহ খানের বক্তৃতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৭:৫৪ পিএম
অনলাইনে সলিমুল্লাহ খানের বক্তৃতা

‘মার্কিন প্রাচ্য ব্যবসায় ও বাঙালি মুসলমান’ শিরোনামে আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল চারটায় অনলাইনে বক্তৃতা দেবেন লেখক, চিন্তাবিদ ও শিক্ষক সলিমুল্লাহ খান। 

তর্ক বাংলার সাহিত্য বক্তৃতার এটি প্রথম আয়োজন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কারণে বক্তৃতাটি অনলাইনে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৭ জানুয়ারি বক্তৃতাটি বাংলামোটরের রাহাত টাওয়ারের সপ্তম তলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্বাস্থ্যবিধি ও জনসচেনতার জন্য সলিমুল্লাহ খানের বক্তৃতাটি অনলাইনে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে পুস্তক বিক্রয় ও বিপণন প্রতিষ্ঠান বাছাই বই। অনলাইনে সরাসরি বক্তৃতাটি দেখা যাবে নিচের সামাজিক মাধ্যমের লিংকগুলোতে।

 

তর্ক বাংলার ফেসবুক পেইজ: https://www.facebook.com/tarkabanglaFB

তর্ক বাংলার অফিসিয়াল পেইজ: https://www.facebook.com/TarkaBanglaOfficial

সলিমুল্লাহ খানের ফেসবুক পেইজ: https://www.facebook.com/SalimullahKhan1958

সলিমুল্লাহ খানের ইউটিউব পেইজ: http://www.youtube.com/salimullahkhan1958

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!