পঞ্চগড় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এক্স নটরডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০টি পরিবার, ৩০ জন প্রতিবন্ধীর মাঝে দ্বিস্তর বিশিষ্ট মোটা কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন গ্রাম মহল্লা থেকে শত শত মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরা কম্বল গ্রহণ করার জন্য উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম তার বক্তব্যে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড়ের মানুষ অনেক অবহেলিত । এখানে হাজার হাজার দরিদ্র,বয়স্ক ও ছিন্নমূল জনগোষ্ঠী পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। অনুষ্ঠানে এক্স নটরডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কর্মকর্তারা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বৈষম্যহীনভাবে আত্মমানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং এরকম কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা সমাজের সবাইকে এধরনের মানবিক কাজে সক্রিয় সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স নটরডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি দলিলুর রহমান, মহাসচিব মতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন,সদস্য আখলাক আহমেদ রিয়াদ, পঞ্চগড় পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাবু, ধাক্কামারা ইউপি সদস্য সহিদুল ইসলাম,নুরুজ্জামান,স্থানীয় সমাজ সেবক সাজেদুর রহমান সাজু,আনোয়ার হোসেন,স্থানীয় তরুণ সমাজ সেবক জাফর মুহাম্মদ প্রমুখ।