ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে অন্যতম নায়ক বাঘা যতীনের (আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) নাতি পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় একটি সেমিস্ট্রিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জাওয়াদ আশরাফসহ তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, কবি সাহিত্যিক ও লেখকরা এতে অংশ নেন এবং স্মৃতিচারণ করেন।
পৃথ্বীন্দ্রনাথের জীবনাবসানে শোক জানিয়ে বাণী দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া অনুষ্ঠানে তার কর্মময় জীবনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরে একটি তথ্যচিত্র প্রচার করা হয়।
উল্লেখ্য, পৃথ্বীন্দ্র ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম স্কুলে (বর্তমানে শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র) পড়াশোনা করেন বলে জানা যায়।
তিনি ছিলেন প্যারিসের ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের মানব ও সামাজিক বিজ্ঞান বিভাগের (এথনোমিউজিকোলজি/সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গে সংগীত অধ্যয়ন) একজন গবেষক। কর্মজীবন থেকে ২০০৩ সালে অবসর গ্রহণ করেছিলেন। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বই ও অন্যান্য প্রকাশনায় তার অনেক লেখা রয়েছে।
পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় একজন কবি, গবেষক, সাহিত্য অনুবাদক এবং সঙ্গীতজ্ঞ। ফ্রান্সের জাতীয় গবেষণা কেন্দ্র CNRS -এ দীর্ঘ ২৬ বছর গবেষক হিসেবে কাজ করেছেন।
কাজের স্বীকৃতি হিসেবে, ফ্রান্সের নাইট উপাধি, ভারতের পদ্মশ্রী সম্মাননা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সে জনমত গঠনে অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন তিনি।