দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মো. লিটন (৪৫) নামের নোয়াখালীর এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত লিটন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল। তিনি বলেন, রোববার রাত বাংলাদেশ সময় দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল জানান, ৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।