• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাইপ্রাসে মাথায় কাঠ পড়ে বাংলাদেশির মৃত্যু


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৬:৫৪ পিএম
সাইপ্রাসে মাথায় কাঠ পড়ে বাংলাদেশির মৃত্যু
নিহত মো. আলী সোহাগ। ছবি : প্রতিনিধি

সাইপ্রাসে মাথায় কাঠ পড়ে মো. আলী সোহাগ (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সাইপ্রাসের গির্নে শহরে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও সাইপ্রাসের গির্নে শহরে অবস্থানরত সোনাগাজীর প্রবাসী বাংলাদেশিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আলী সোহাগ ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. আলী সোহাগ বছরখানেক আগে সাইপ্রাসে গিয়েছিলেন। সাইপ্রাসের গির্নে শহরে তিনি কাজ করতেন। শুক্রবার সাইপ্রাস সময় দুপুর ১১টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় কাঠ পড়ে সোহাগ ঘটনাস্থলে মারা যান।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন সাইপ্রাস প্রবাসী মো. আলী সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Link copied!