• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মালদ্বীপে ডলারসহ বাংলাদেশি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:৪৮ এএম
মালদ্বীপে ডলারসহ বাংলাদেশি গ্রেপ্তার

বৈধ ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এক মালদ্বীপ প্রবাসী।

রোববার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

মালদ্বীপের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর, দেশটিতে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ফেরত পাঠিয়েছে বহু বাংলাদেশিকে। প্রতিদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে অভিযান। এর মধ্যেই ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ হাজার ডলারসহ রোববার গ্রেপ্তার হয়েছেন শামীম ইসলাম সাগর নাম এক প্রবাসী বাংলাদেশি।

মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় প্রবাসী শামীম ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করা হলে খাবারের একটি প্যাকেট থেকে ৮১ হাজার ৩০ মার্কিন ডলার পাওয়া যায়।  

প্রসঙ্গত, মালদ্বীপের আইনে যে কেউ ২০ হাজার মার্কিন ডলারের বেশি নিয়ে দেশটিতে প্রবেশ বা ত্যাগ করলে অবশ্যই কাস্টমসের কাছে আগেই অর্থ ঘোষণা করতে হয়।

বাংলাদেশি এই প্রবাসীর ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডি ব্যবসায়ীরা জড়িত বলে ধারণা সংশ্লিষ্টদের।

Link copied!