পরিবারের স্বচ্ছলতা আর উন্নত জীবনের আশায় ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।
দালালের প্রলোভনে পড়ে তারা গিয়েছিলেন লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পরেই তাদের ভবিষ্যতের স্বপ্ন যেন পরিণত হয় দুঃস্বপ্নে। ভয়ংকর মানব পাচার চক্র তাদেরকে তলে দেয় মাফিয়ার হাতে। এরপর এই পাঁচ বাংলাদেশির ওপর চালানো হয় শিকার হন নির্মম নির্যাতন। তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরত আসেন তারা।
দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় নিজের দেশে ফিরেছেন মোস্তাকিন, মোজাম্মেল, জিহাদ, রোমান ও ইয়াসিন। তারা জানান, সেখানে তাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে এ যেন মৃত্যুর মুখ দেখে ফিরেছেন তারা। জীবিত অবস্থায় নিজ দেশে ফিরতে পারবেন এই আশা তারা যেন ছেড়েই দিয়েছিলেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন তারা।
এর আগে, একই ধরনের অপরাধের শিকার আরও আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় বাংলাদেশে ফিরেছিলেন।