• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:২৪ পিএম
কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কসোভো প্রজাতন্ত্রে সমবর্তী এবং জার্মানিতে নিয়মিত দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দেশটির প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁর কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

কসভোর রাজধানী প্রিস্টিনাতে অনুষ্ঠিত এই পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসোভোর প্রেসিডেন্টের কেবিনেট প্রধান ও রাজনৈতিক উপদেষ্টারা এবং বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. মুর্শীদুল হক খান ও প্রথম সচিব তৌহিদ ইমাম।

পরিচয়পত্র পেশের পর কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত কসোভোর প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

কসোভোর প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো ফলপ্রসূ এবং মজবুত করা সম্ভব বলে জানান। এ ছাড়া কোভিড-১৯ অতিমারি প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Link copied!