মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাত্রাবাস নির্মাণের কথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।
৩ জুন (বৃহস্পতিবার) এক বৈঠকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিবের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত আরও বলেন, “ছাত্রাবাস তৈরিতে বাংলাদেশ সরকার শুধু নির্মাণ খরচ বহন করবে। আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিব এ ব্যাপারেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।”
মো. মনিরুল বলেন, “আগামী বছর থেকে ৫০ বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি পাবেন।”
আল–আজহার বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার আবেদন করলে সর্বোচ্চ ধর্মীয় নেতা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।