• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শারজায় সড়কে ঝরল বাংলাদেশি মা-মেয়ের প্রাণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৪:৫৩ পিএম
শারজায় সড়কে ঝরল বাংলাদেশি মা-মেয়ের প্রাণ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী ও তার নয় বছরের মেয়ে নিহত হয়েছেন। 

গতকার বুধবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যমকে নিহত নারীর স্বামীর এক আত্মীয় জানান, বুধবার রাতে স্বামী আব্দুল হামিদ তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পারিবারিক কাজে গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। পথে গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। স্বামী ও দুই শিশু গুরুতর আহত হন।

এছাড়া পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামীকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের রাত ১১টার দিকে শারজাহ আল কুয়েতি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।

এ সময় দুর্ঘটনার খবর পেয়ে টহল পুলিশ ও জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। এদিকে প্রথমে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

Link copied!