• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাল-সবু‌জে ব‌র্ণিল লন্ড‌নের টাওয়ার ব্রিজ


মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১০:৩২ এএম
লাল-সবু‌জে ব‌র্ণিল লন্ড‌নের টাওয়ার ব্রিজ

যুক্তরা‌জ্যের অন্যতম আইক‌নিক স্থাপনা লন্ড‌নের টাওয়ার ব্রিজ। সেই টাওয়ার ব্রিজ সে‌জে‌ছিল লাল-সবু‌জের আলোয়। 

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর উপল‌ক্ষে বৃহস্প‌তিবার (১৬ ‌ডিসেম্বর) রা‌তে ল‌াল-সবু‌জের পতাকার আদ‌লে আলোকসজ্জায় ব‌র্ণিল ছিল টাওয়ার ব্রিজ। লাল-সবু‌জের পতাকার সা‌জে আলোকসজ্জা দেখ‌তে বাংলা‌দেশসহ বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে‌র মানুষ ভিড় জমান টাওয়ার ‌ব্রি‌জে।

এই লাল-সবু‌জের আদ‌লে পতাকার আলোকসজ্জা আ‌য়োজন ক‌রেন, ব্রিটিশ বাংলা‌দেশি সি‌টি অব লন্ডন কাউন্সি‌লের কাউন্সিলার মনসুর আলী। যি‌নি একজন চল‌চ্চিত্র নির্মাতাও।

London

২৪৪ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার উচ্চতার এই ব্রিজ ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের পতাকার রং লাল সবুজে আলোকিত হয়ে ওঠে। এ সময় ব্রিটিশ বাংলাদেশি শিল্পী রুবাইয়াৎ গেয়ে ওঠেন বাংলা গান।

মনসুর আলী জানান, শেকড়ের টান থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। এই আইকনিক স্থাপনায় বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠেছে লাল-সবুজের মধ্য দিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন। তি‌নি বলেন, “এই উদ্যোগ আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন।”

Link copied!