• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকৃতির সান্নিধ্য পেতে বৃক্ষমেলায় দর্শনার্থীরা


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৪:৩১ পিএম
প্রকৃতির সান্নিধ্য পেতে বৃক্ষমেলায় দর্শনার্থীরা

রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় বৃক্ষমেলা ২০২৩। মেলায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের পাশাপাশি ফুলগাছ, ক্যাকটাস, বনসাইসহ নানা ধরনের গাছের পসরা সাজিয়ে বসেছেন নার্সারি মালিকরা। নগরের বৃক্ষপ্রেমিরাও হাজির সবুজের ছোঁয়া পেতে। ক্রেতা ও দর্শনার্থীদের পদচরাণায় তাই মুখর জাতীয় বৃক্ষমেলা।

গাছে শোভা পাচ্ছে সুপক্ব ডালিম

রয়েছে মৌসুমী ফল আমের সমাহারও।

মেলায় আপনাকে মুগ্ধ করবে বনসাইয়ের সুনিপুণ শিল্প। 

জলে ভাসছে পদ্ম পাতা ...

ক্যাকটাসের সমাহার অনায়াসেই নজর কাড়বে দর্শনার্থীদের

বাহারি পাতাবাহারের রাজ্যে হারিয়ে যাবে মন...

দেশি ফলের সংগ্রহ নিয়েও হাজির বিক্রেতারা।

Link copied!