নিম্নবিত্তদের নিত্যবাজার


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৭:০১ পিএম
নিম্নবিত্তদের নিত্যবাজার

ফকিন্নি বাজার। নাম শুনলেই হয়তো সবাই চমকে ওঠে। কিন্তু এটা কি আদৌ কোনো বাজার, নাকি কাউকে ছোট করে কথা বলার কোনো শব্দ? না, এটি সত্যিই একটি বাজারের নাম। নিম্নবিত্তের মানুষরা এখানে সস্তায় বাজার করে বলে এই বাজারের নাম ফকিন্নি বাজার। রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া সংলগ্ন ফ্লাইওভার নিচে বসে বাজারটি। কাওরান বাজারের পাইকাররা সারারাত মাল বিক্রি করে যে মাল অবশিষ্ট রাখে সে মালগুলোই কিনে আনে এ বাজারের বিক্রেতারা। এসব কাঁচাসবজির অধিকাংশই থাকে থেতলানো অথবা নষ্ট। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এ বাজারে এখন প্রায় সকল শ্রেণির মানুষ আসে বাজার করতে। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।

কাঁচাসবজির পচা অংশ বাদ দিচ্ছেন এক নারী বিক্রেতা

অধিকাংশ কাঁচামালই থাকে থেতলানো

অধিকাংশ কাঁচামালই পাওয়া যায় নষ্ট

আংশিক কাটা এসব পণ্যের ক্রেতা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ

Link copied!