ছবিতে দেশে দেশে বড়দিন উদযাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৩:৪৬ পিএম
ছবিতে দেশে দেশে বড়দিন উদযাপন
ঢাকার একটি গির্জায় যিশুখ্রিষ্টের জন্মের দৃশ্য। ছবি বিবিসি

২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন। সারা বিশ্বে এ দিনটিকে ধুমধাম করে পালন করা হয়। দিনটিতে খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যে ক্রিসমাস ট্রি, আলো, কেক, ছোটদের জন্য সান্তাক্লজের উপহার সব মিলিয়ে  চলে উৎসবমুখর পরিবেশ। 

শ্রীলঙ্কার সেন্ট ফ্রান্সিস চার্চে প্রার্থনারত এক নারী। ছবি বিবিসি
লেজিও মারিয়া আফ্রিকান চার্চ মিশনের উপাসকরাও কেনিয়ার উগুঞ্জার কাছে একটি গির্জায় বড়দিন উদযাপনের জন্য জড়ো হন। ছবি বিবিসি
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের সমাবেশের সভাপতিত্ব করেন। ছবি বিবিসি
ইউক্রেনের লিভে রাশিয়ার হামলা চলমান অবস্থায় ইউক্রেনীয় যোদ্ধারা বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন। ছবি বিবিসি
ইউক্রেনের লিভ শহরের শিশুরা সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরে বড়দিন উদযাপন করে। ছবি বিবিসি
Link copied!