• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

একনজরে ছবিতে বইমেলা প্রাঙ্গণ


সাবরিনা মুন্নী
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৮:৫৭ পিএম
একনজরে ছবিতে বইমেলা প্রাঙ্গণ

প্রতিবছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়নি অমর একুশে বইমেলা। তবে ইতোমধ্যেই বইমেলার প্রস্তুতি শেষ হয়েছে। এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে মেলার আয়োজন করা হবে। দুই পাশেই স্টলের অবকাঠামো বানানোর কাজ শেষ হয়েছে। বাকি শুধু স্টলের সাজসজ্জা ও বই সাজানোর। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।

বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টলের জায়গা নির্ধারণ 
প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল মাঠ জুড়ে মেলার আয়োজন করা হয়েছে
বইমেলায় ৫৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে
মাঠের মধ্যে বাঁশের কাঠামো তৈরি 
আর কয়েকদিন পরই শুরু হবে বই প্রেমীদের আনাগোনা
এখন সুনশান নিরবতা থাকলেও আর কদিন পর থেকেই সরব হয়ে উঠবে মেলা প্রাঙ্গন 
সোহরাওয়ার্দী উদ্যানে মেলার এক অংশ
স্টলের অবকাঠামো তৈরি শেষ, বাকি শুধু স্টল সজ্জার কাজ

 

Link copied!