রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। বুধবার ঘটনাস্থলে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের চিত্র দেখা যায়। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।
বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের নিচে ছিল রিকশাভ্যানটিউদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, র্যাব ও সেনাবাহিনীভবন বাইরের রাস্তায় ধ্বংসস্তূপধসে গেছে পুরো ভবনের দেয়ালপরিচ্ছন্নতাকর্মীদের অভিযান চলছেরাস্তায় পড়ে থাকা স্যান্ডেল। তাদের কেউ কেউ হয়তো আর বেঁচে নেই
সড়কে পড়ে আছে টুকরো টুকরো কাচউদ্ধারকর্মীদের নিরলস কাজ চলছেভাঙা টেবিল ফ্যানটির এখন জায়গা হচ্ছে আবর্জনার স্তূপে