বর্ষার অন্যতম পরিচয় শাপলা। যা আমাদের জাতীয় ফুল। কিন্তু কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার বিলে-ঝিলে ও ডোবা-নালায় জন্মানো এই শাপলা ফুলের সমারোহ। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত নদী-নালা, খাল-বিল, জলাশয়ের নিচু জমিতে এমনিতেই জন্মাতো প্রচুর শাপলা-শালুক ও ঢ্যাপ। অনেকেই এই সব তাদের খাদ্যের তালিকায় রাখতেন। শিশুরা তো বটেই, সব বয়সের মানুষ রঙ-বেরঙের শাপলার বাহারি রুপ দেখে মুগ্ধ হতেন। এ সময় শাপলা ভরা বিলের মনমাতানো সৌন্দর্যে চোখের পলক ফেলা যেনো মুশকিল। ছবি : মো. নয়ন হোসেন। যশোরের শার্শা উপজেলার নিজামপুরে কয়েকজন শিশু শাপলা ফুল সংগ্রহ করছে। সংঘবদ্ধ সবাই একত্রে মিলে খুব আনন্দের মধ্যে ফুল তুলছে। ছবি : মো. নয়ন হোসেন।স্কুল বন্ধ, তাই শাপলা তুলতে এসেছে শিশুরা। ছবি : মো. নয়ন হোসেন।এই ফুল বাড়ি নিয়ে কেউ বা রানআন করে খাবে, কেউ খেলনা বানাবে। ছবি : মো. নয়ন হোসেন।