রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দুই হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার আগুনে পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপের ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।