• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগ হল সম্মেলন ২০২২


সাবরিনা মুন্নী
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৫:৫২ পিএম
ছাত্রলীগ হল সম্মেলন ২০২২

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মিলিত হল সম্মেলন। রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় এই হল সম্মেলন শুরু হয়। করোনা সংক্রমণের কারণে টিএসসির ভেতরের মাঠে সীমিত পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উৎসবের রঙে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাঙ্গণ। সকাল থেকেই ছাত্রলীগ কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়েই কেটেছে দিনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।

দেশের পতাকা ও দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে টিএসসির চত্বর জুড়েই
বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করা হয়
উদ্বোধন শেষে প্রধান অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন
উৎসবের মাঠে তিন ছাত্রলীগ কর্মী
মাঠে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের জন্য প্রথম সারিতে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়
নারী কর্মীদের মধ্যে সাজসাজ রব দেখা যায়
করোনার ঝুঁকি থাকলেও অনেকের মধ্যে ছিল না মাস্ক ব্যবহারের সচেতনতা
ছাত্রলীগ সাংস্কৃতিক জোটের কর্মীরা দলীয় সংগীত পরিবেশন করেন
ছাত্রলীগ সাংস্কৃতিক জোটের কর্মীরা গান পরিবেশন করছেন
উৎসবের মঞ্চে সাংস্কৃতিক কর্মীদের দলীয় পরিবেশনা ছিল মনোমুগ্ধকর
হাসি, আড্ডা আর সেলফিতে মেতে উঠেছিলেন কর্মীরা

 

Link copied!