• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ফুটপাতে ভোগান্তির শেষ হবে কবে?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৪:০১ পিএম
ফুটপাতে ভোগান্তির শেষ হবে কবে?

মেট্রো রেলের কাজ চলছে কয়েক বছর ধরেই। সড়কের অনেক অদল বদলে খামারবাড়ি সংলগ্ন ফুটপাতগুলোতে খানাখন্দে ভরে উঠেছে। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয় পথচারীদের। খামারবাড়ি। ছবি- সাবরিনা মুন্নী 

Footpath

প্রধান সড়কের পাশেই ভাঙা ফুটপাত দিয়ে চলতে হচ্ছে পথচারীদের। একটু অসাবধানতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। খামারবাড়ি। ছবি- সাবরিনা মুন্নী 

Footpath

ফুটপাত জুড়ে রয়েছে নানান রকমের ভ্রাম্যমাণ দোকান। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী

Footpath

ভাঙা ফুটপাতের একপাশে দোকান, অন্যপাশে গাড়ি পার্কিং। এর মধ্য দিয়েই চলতে হয় পথচারীদের। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী

Foothpath

সারা বছরই এখানে স্থায়ী ভাবেই দোকান বসছে। সিটি কর্পোরেশন থেকে বারবার হকার উচ্ছেদের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ফার্মগেট, আনন্দ সিনেমা হল। ছবি- সাবরিনা মুন্নী

Foothpath

অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগে থাকে। এর মধ্য দিয়ে নারীদের চলাচলে নিরাপত্তা বিঘ্নিত ঘটে। গ্রীনরোড। ছবি- সাবরিনা মুন্নী

Footpath

ময়লার স্তূপ পার হয়েই চলতে হয় পথচারীদের। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী

Foothpath

ফুটপাত জুড়ে পড়ে আছে বিদ্যুতের তার, ময়লা আবর্জনা। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী

Footpath

রাস্তা খোঁড়াখুঁড়ি করে পাইপ ও অন্যান্য ময়লা ফুটপাতেই ফেলা রাখা হয় দিনের পর দিন। হাতিরপুল। ছবি- সাবরিনা মুন্নী

Link copied!