• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ছবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০১:৩০ পিএম
ছবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ পাসের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা হাফ পাস ও এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, তাদের বাস ভাড়া অর্ধেক করতে হবে। 
ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ছবি : একে সালমান।

Link copied!