• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নতুন বছরের ক্যালেন্ডার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৫:৫৯ পিএম
নতুন বছরের ক্যালেন্ডার

২০২১ সালকে বিদায় জানিয়ে শুরু হলো আরো একটি নতুন বছর। আদিকাল থেকেই নতুন বছরের শুরুতেই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার। অফিস থেকে ঘর, সব জায়গার দেয়ালে শোভা পায় নানা আলোকচিত্র শোভিত ক্যালেন্ডার। ডিজিটাল যুগে এসে সেই চাহিদার একটু ভাটা পড়লেও এখনো পুরোপুরি হারিয়ে যায়নি এটি। বিভিন্ন কোম্পানি, ব্যাংকের ক্যালেন্ডারের পাশাপাশি চাহিদা রয়েছে ছোট বড় সাইজের ডায়েরি ও নোটবুকেরও। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনেই ছোট বড় নানা দোকানেই এর দেখা মেলে। ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামেরও ক্যালেন্ডার আছে সেখানে। 

ফকিরাপুলের ছাপাখানায় ক্যালেন্ডার ছাপার কাজে ব্যস্ত কর্মীরা। ছবি : সাবরিনা ইয়াসমীন
একটি কোম্পানির ডেস্ক ক্যালেন্ডারের খাম বানাতে ব্যস্ত ছাপাখানার কর্মীরা। ছবি : সাবরিনা ইয়াসমীন
ছাপাখানা থেকে প্রস্তুতকৃত ক্যালেন্ডার মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। ছবি : সাবরিনা ইয়াসমীন
ডিজিটাল যুগে এখনো অনেকের কাছেই রয়ে গেছে নোটবুকের চাহিদা। ছবি : সাবরিনা ইয়াসমীন
ফকিরাপুলের এই ছোট ছোট দোকানগুলোতেই দিনরাত ব্যস্ত সময় কাটে ছাপাখানার কর্মীদের। ছবি : সাবরিনা ইয়াসমীন
ছাপাখানায় স্তূপ করে রাখা হয়েছে নতুন বছরের ক্যালেন্ডার। ছবি : সাবরিনা ইয়াসমীন
বায়তুল মোকাররম মার্কেটের সামনেই পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের ডেস্ক ক্যালেন্ডার। ছবি : সাবরিনা ইয়াসমীন
পছন্দমতো ক্যালেন্ডার খুঁজে নিচ্ছেন ক্রেতারা। ছবি : সাবরিনা ইয়াসমীন
পছন্দনুযায়ী ক্যালেন্ডার কিনে ঘরে ফিরছেন এক বয়স্ক ব্যক্তি। ছবি : সাবরিনা ইয়াসমীন 
২০২২ সালের কর্মপরিকল্পনার জন্য অনেকেই বেছে নিচ্ছেন ডায়েরি। ছবি : সাবরিনা ইয়াসমীন

 

Link copied!