• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাঘের বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৩:২৩ পিএম
মাঘের বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

মাঘ মাসের আজ ২১ তারিখ। শীতের এই শেষ সময় সকাল থেকেই আকাশের কালো মেঘ জড়ো হয়েছে। বাতাসে সড়কের ধুলায় মিশে একাকার। চারদিকে যত দূর চোখ যায় শুধু ধুলার গতিবেগ। কিছুক্ষণ পরেই আকাশ ভেঙে নামল মাঘের বৃষ্টি। হুট করে ভিজে উঠল শহর। 

বৃষ্টির পূর্বমুহূর্তে বাতাসে ধুলার গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে চলছে গাড়ি। ৪ ফেব্রুয়ারি ২০২২। ছবি- সাবরিনা মুন্নী 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যই ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন গন্তব্য। ৪ ফেব্রুয়ারি২০২২। ছবি- সাবরিনা মুন্নী

শীতের এই সময় অনেকেরই সঙ্গে ছাতা ছিল না। তাই হুট করে আসা বৃষ্টিতে বিপাকেই পড়েছেন এই মা। ৪ ফেব্রুয়ারি২০২২। ছবি- সাবরিনা মুন্নী

বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে নিরাপদ জায়গায় যাচ্ছেন এক পথচারী। ৪ ফেব্রুয়ারি২০২২। ছবি- সাবরিনা মুন্নী  

জুমার নামাজ শেষে মাথায় পলিথিন ধরে গন্তব্য যাচ্ছেন মুসল্লিরা। ৪ ফেব্রুয়ারি২০২২। ছবি- সাবরিনা মুন্নী 

Link copied!