• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাড়ছে করোনার সংক্রমণ, তবু মাস্কে অনীহা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:২৮ পিএম
বাড়ছে করোনার সংক্রমণ, তবু মাস্কে অনীহা

সকালে ভোলা থেকে ঢাকায় এসেছেন সপরিবার। পরিবারের কোনো সদস্যেরই মাস্ক নেই। সদরঘাট। ছবি- সাবরিনা মুন্নী

mask

মাস্ক ছাড়াই রাস্তায় চলাচল করছে কিশোর। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী  

mask

দায়িত্বরত ট্রাফিক পুলিশকেও মাঝেমধ্যে মাস্ক গলায় ঝুলিয়ে রাখতে দেখা যায়। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী  

mask

করোনার দুই বছর পেরোতে চললেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এখনো সঠিকভাবে মাস্ক ব্যবহারে বার্তা পৌঁছেনি। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী 

mask

গণপরিবহনে সাধারণ যাত্রীদের বেশির ভাগই চলাচল করেন মাস্ক ছাড়া। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী  

mask

বর্তমানে করোনাভাইরাসে শিশুরা দ্রুত সংক্রমিত হচ্ছে। তবু বাবা-মায়ের মধ্য নেই কোনো সচেতনতা। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী 

গণপরিবহনের হেল্পারদের মধ্য মাস্ক ব্যবহারে রয়েছে অনীহা। ফার্মগেট। ছবি- সাবরিনা মুন্নী 

mask

মাস্ক ছাড়াই স্বাচ্ছন্দ্যে হেঁটে যাচ্ছেন দুই পথচারী। সদরঘাট। ছবি- সাবরিনা মুন্নী 

mask

মাস্কের ব্যবহার অনেকাংশেই কমে গেছে বর্তমান সময়ে। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী

mask

দুই বছর ধরেই মাস্ক বাধ্যতামূলক করা হলেও মানছেন না সাধারণ মানুষ। কারওয়ান বাজার। ছবি- সাবরিনা মুন্নী 

 

Link copied!